শর্ত পূরণে ব্যর্থ হলে ১৫ দিনের পর বাতিল হবে আবেদন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জুলাই ২০২৫ ০৮:০২ অপরাহ্ণ   |   ৩১ বার পঠিত
শর্ত পূরণে ব্যর্থ হলে ১৫ দিনের পর বাতিল হবে আবেদন

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য করা আবেদনগুলো ১৫ দিনের মধ্যে শর্ত পূরণ না করলে বাতিল করে দেবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২২ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
 

তিনি বলেন, "প্রাথমিক যাচাই-বাছাইয়ে কোনো দলই উত্তীর্ণ হয়নি। তাই দলগুলোকে শর্ত পূরণের জন্য অতিরিক্ত ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। তবে এই সময়ের পর আর কোনো সুযোগ নেই। কেউ শর্ত পূরণে ব্যর্থ হলে কমিশন তাদের আবেদন বাতিল করবে।"
 

ইসির তথ্য অনুযায়ী, ২০ এপ্রিল পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পরে বিভিন্ন দলের অনুরোধে সময়সীমা বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়। এই সময়ের মধ্যে ১৪৪টি দল থেকে ১৪৭টি আবেদন জমা পড়ে। কিন্তু কোনো দলই কমিশনের নির্ধারিত শর্ত পূরণ করতে পারেনি, যার মধ্যে জাতীয় নাগরিক পার্টিও রয়েছে।
 

ফলে ইসি সব দলকে সম্প্রতি আরও একবার ১৫ দিনের সময় দিয়েছে, যা এই মেয়াদ শেষে চূড়ান্তভাবে মূল্যায়ন করা হবে।