 
                            
আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ। এবার ভোটের আগের দিন অন্যান্য মালামালের সঙ্গে ১০টি জেলার ২৪টি উপজেলা পরিষদের বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
 
সোমবার (৬ মে) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নির্বাচন পরিচালনা-২ (অধিশাখা) এর উপসচিব আতিয়ার রহমানের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, আগামী ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য কুড়িগ্রাম জেলার চিলমারী, রৌমারী, চর রাজিবপুর, মৌলভীবাজার জেলার বড়লেখা, জুড়ি, কুলাউড়া, হবিগঞ্জ জেলার বানিয়াচং, আজমিরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর, সরাইল, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ, রাঙামাটি জেলার রাঙামাটি সদর, কাউখালী, জোড়াছড়ি, বরকল, বান্দরবান জেলার বান্দরবান সদর, আলীকদম, খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, সুনামগঞ্জ জেলার দিরাই, শাল্লা এবং লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলা পরিষদের ভোটকেন্দ্রে ভোটগ্রহণের আগের দিন নির্বাচনী মালামালের সঙ্গে ব্যালট পেপার প্রেরণের জন্য নির্বাচন কমিশন অনুমতি দিয়েছেন। 
ওই চিঠিতে সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
অপরদিকে, ৮ মে উপজেলা পরিষদের প্রথম ধাপের সাধারণ নির্বাচনে ২২টি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    