 
                            
৩৬ বছর বয়সেও মেসির খেলায় কোনো বয়সের ছাপ নেই। জাতীয় দল ও ক্লাব, দু'জায়গায়ই তিনি দুর্দান্ত খেলছেন।
ভক্তরা চান না মেসি অবসর নিন, তবে বাস্তবতা হলো একদিন তো তাকে অবসর নিতে হবে।
ইন্টার মিয়ামির সঙ্গে মেসির চুক্তি ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হবে। এরপর তিনি অবসর নেবেন কিনা, সেটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন।
মেসি নিজেও অবসর নিয়ে ভাবছেন। তবে বয়সের কারণে নয়, পারফরম্যান্সের কারণে তিনি অবসর নেবেন।
মেসি বলেছেন, "যে মুহূর্তে বুঝতে পারবো যে আমি পারফর্ম করছি না, নিজেকে খেলায় উপভোগ করছি না এবং আমি আমার সতীর্থদের সাহায্য করতে পারছি না, তখন অবসরের সিদ্ধান্ত আসবে।"
তিনি আরও বলেছেন, "আমি খুব আত্মসমালোচক। আমি জানি কখন ভালো খেলি, কখন খারাপ খেলি। যখন আমি অনুভব করবো, এই পদক্ষেপ নেওয়ার সময় এসেছে, তখন বয়স নিয়ে চিন্তা না করেই এটি গ্রহণ করব। যদি আমি ভাল বোধ করি, আমি সর্বদা প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার চেষ্টা করবো। কারণ এটি আমি পছন্দ করি এবং সেটি কিভাবে করতে হবে সেটাও জানি।"
কাতার বিশ্বকাপে যদি শিরোপা জিততে না পারতেন, তাহলে ওই আসরের পরই অবসর নিয়ে নিতেন, এমনটিই বলেছেন মেসি।
ফুটবলে বর্ণাঢ্য এক ক্যারিয়ার তৈরি করেছেন মেসি। এখন পর্যন্ত ৪৪টি শিরোপা জিতেছেন তিনি। এখনো যেভাবে খেলছেন, তাতে বেশ কিছু শিরোপা জেতার সম্ভাবনা তো আছেই।
বর্তমানে হ্যামস্ট্রিং চোটে ভুগছেন মেসি। যে কারণে এল-সালভেদর ও কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনা হয়ে দুটি ম্যাচে খেলতে পারেননি তিনি।
মেসি কবে অবসর নেবেন, তা নির্ভর করবে তার পারফরম্যান্সের উপর।
 
                                                
                                                 
                                                
                                                 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    