উখিয়ায় বিজিবির অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ অক্টোবর ২০২৫ ০৭:০১ অপরাহ্ণ   |   ২৬ বার পঠিত
উখিয়ায় বিজিবির অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:-

 

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় বিশেষ অভিযানে এক লাখ পিস ইয়াবা বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 

শনিবার (২৫ অক্টোবর) রাতে উখিয়া ৬৪ বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। রবিবার (২৬ অক্টোবর) সকালে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত সাড়ে ৯টার দিকে বালুখালী বিওপির একটি বিশেষ টহলদল শিয়ালিপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার দিক থেকে দুজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। টের পেয়ে তারা হাতে থাকা একটি পোটলা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
 

পরে টহলদল ওই স্থানে তল্লাশি চালিয়ে ধানক্ষেতের ভেতর পরিত্যক্ত অবস্থায় সাদা পলিথিনে মোড়ানো এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করে।
 

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।”
এ ঘটনায় উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।