হাইকোর্টের কঠোর সমালোচনা: হেলিকপ্টার থেকে গুলি করা ঘটনায় অপরাধী সকল

প্রকাশকালঃ ১৪ আগu ২০২৪ ০১:২৯ অপরাহ্ণ ৬৩২ বার পঠিত
হাইকোর্টের কঠোর সমালোচনা: হেলিকপ্টার থেকে গুলি করা ঘটনায় অপরাধী সকল

ঢাকা প্রেস নিউজ
কোটা আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি করা ঘটনায় বিচার বিভাগের তীব্র প্রতিক্রিয়া..........


 

কোটা আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি করা ঘটনায় হাইকোর্ট কঠোর সমালোচনা করেছেন। বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছেন, "যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে ও নির্দেশ দিয়েছে তারা সবাই অপরাধী। বলা যায় আমরা যারা এই সিস্টেমের সঙ্গে ছিলাম তারা সবাই অপরাধী।"

বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রজ্ঞাপনে আন্দোলনকারীদের দোষী করা হয়েছে বলে উল্লেখ করে হাইকোর্ট এ বিষয়ে তদন্ত চেয়ে করা রিটের আদেশ আগামীকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) ধার্য করেছেন।

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার দায়ের করা রিটে নিহত ৯ শিশুর বিষয়ে তদন্তের পাশাপাশি প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার দাবি করা হয়েছে। পরবর্তীতে যদি অন্য কোন শিশু মৃত্যুর সন্ধান পাওয়া যায় তবে তাকেও এই ক্ষতিপূরণের আওতাভুক্ত করা হবে।

এর আগে গত ১ আগস্ট বিভিন্ন পত্র-পত্রিকার অংশ-বিশেষ সংগ্রহ করে রিটটি দাখিল করা হলে, ৪ আগস্ট একটি বেঞ্চ শুনানি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল। যদিও পরে সেই বেঞ্চে পুলিশের সরাসরি গুলি বন্ধে রিটের শুনানি শুরু হলে, তা সরাসরি খারিজ করেছিলেন হাইকোর্ট।

হাইকোর্টের এই মন্তব্য এবং রিটের আদেশ কোটা আন্দোলনের সময় ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।