মাদারগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ অক্টোবর ২০২৫ ০৭:৫৮ অপরাহ্ণ   |   ৫৩ বার পঠিত
মাদারগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি প্রতিনিধি:-


 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে ১৯৭৮ সালের ২৭ অক্টোবর প্রতিষ্ঠিত হয় বিএনপির যুব অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সংগঠনটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের মতো মাদারগঞ্জেও আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার।

 


 

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে মাদারগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ। র‍্যালিটি মাদারগঞ্জ থানা মোড়ের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালীজুড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে আলোচনা সভায় পরিণত হয়।
 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডা. এম. এ. মান্নান, মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম।
 

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাউছার, পৌর যুবদলের সদস্য মোখলেস ও হাফিজুর সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য নাইম ইসলাম, যুবনেতা মাহমুদুজ্জামান, শরিফ, আবু সাঈদ, সোহেল বাবু, সাইফুলসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
 

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুবদলকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।