ময়মনসিংহের ভালুকা উপজেলায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতের দিকে ভালুকা থেকে তাদের ধরা হয়।
এভাবে এই হত্যার ঘটনায় এখন পর্যন্ত মোট ১২ জনকে গ্রেফতার করা হলো। এর আগে পুলিশের হাতে ধরা পড়া তিনজনকে শনিবার আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অপর দিকে, র্যাবের হাতে গ্রেফতার সাতজনকে আজ আদালতে হাজির করা হতে পারে। হত্যাকাণ্ডটি ঘটেছিল বৃহস্পতিবার রাতে উপজেলার ডুবালিপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাশকে।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দিপুর মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। যদিও নিহত দিপুর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয়েছিল, তবে আইনশৃঙ্খলা বাহিনী এখনও কোনো প্রমাণ পায়নি।