রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড: ২ শিশুর মৃত্যু, ৪০০ ঘর পুড়ে ছাই

প্রকাশকালঃ ২৪ ডিসেম্বর ২০২৪ ০৪:৩৭ অপরাহ্ণ ০ বার পঠিত
রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড: ২ শিশুর মৃত্যু, ৪০০ ঘর পুড়ে ছাই

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-

 

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চার শতাধিক বসতঘর পুড়ে গেছে এবং ঘটনাস্থল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়া ১নং ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনে অন্তত ৪০০টি ঘর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।