টেস্টে হারের পর হতাশ আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট

প্রকাশকালঃ ১৮ জুন ২০২৩ ০১:১৪ অপরাহ্ণ ২৫৮ বার পঠিত
টেস্টে হারের পর হতাশ আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট

ফরকারী আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্টটি শেষ হয়ে গেছে চতুর্থ দিনেই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এমন হারের পর হতাশ আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ট্রট বলেন, ‘অবশ্যই অনেক হতাশাজনক।

একদম শুরু থেকেই আমরা ভালো খেলতে পারিনি। প্রায় ২৭ মাস কোনো টেস্ট খেলিনি। ক্রিকেটাররা ৪ দিন আগে আসে এখানে। টেস্ট ম্যাচের জন্য যথার্থ প্রস্তুতি নিতে এবং প্রতিদ্বন্দ্বিতা করতে আরো ভালো কিছু করতে হতো।


সব কিছু মিলিয়েই হতাশাজনক। হয়তো কিছু ভালো পারফরম্যান্স ছিল আমাদের। তবে তা যথেষ্ট ও ধারাবাহিক ছিল না।’

বাংলাদেশের খেলোয়াড়দের প্রশংসা করে আফগান কোচ বলেন, ‘আমি মনে করি, প্রতিপক্ষ বেশি ভালো খেলেছে এবং নিজেদের কাজটি তারা ধারাবাহিকভাবে করে গেছে।

লাইন-লেংথ ধরে রেখে টানা বোলিং করেছে তারা। আমরাও সেই চেষ্টা করেছি, কিন্তু সফল হয়নি। তাদের (বাংলাদেশের) ব্যাটসম্যানরা লম্বা সময় ব্যাটিং করেছে। একজন ব্যাটার জোড়া সেঞ্চুরি করেছে। আমার মতে, তাদের স্পিনাররাও ভালো করেছে। অন্যদিকে আমাদের স্পিনাররা নিখুঁত বোলিং করতে পারেনি।’