আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধি:-
হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড রাজশাহী এর আয়োজনে, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা এর সহযোগীতায় ২ দিন ব্যাপী আঞ্চলিক শিক্ষক প্রশিক্ষক ২০২৫ (চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চল) অনুষ্ঠিত হয়।
শনিবার (৩ মে) বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাসনগাছা আল-মারকাযুল ইসলামী কমপ্লেক্স এ ২ দিন ব্যাপী আঞ্চলিক শিক্ষক প্রশিক্ষক ২০২৫ (চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চল) এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। স্বাগত বক্তব্য পেশ করেন প্রশিক্ষণ প্রোগ্রামের আহ্বায়ক মাওলানা মুসলেহুদ্দিন।
উক্ত প্রশিক্ষনে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলেন ১৭টি প্রতিষ্ঠান থেকে মোট ১২৪ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন। সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতন করেন।