২০২৪ সালের জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী রোববার (১১ জানুয়ারি) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রাষ্ট্রপক্ষ জানায়, জয় ও পলকের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, আন্দোলন চলাকালে দুজন পারস্পরিক যোগাযোগের মাধ্যমে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন, যার মাধ্যমে গণহত্যার তথ্য আড়াল করার চেষ্টা করা হয়। পাশাপাশি ইন্টারনেট লাইন পোড়ানোর গুজব ছড়িয়ে এর দায় শিক্ষার্থীদের ওপর চাপানোর অভিযোগও আনা হয়েছে।
এ মামলায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। অন্যদিকে অভিযোগ আমলে নিয়ে আদালত সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। পলাতক থাকা সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রীয় খরচে স্টেট ডিফেন্স আইনজীবীরা মামলা পরিচালনা করবেন বলে জানা গেছে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।