তারেক-জোবায়দার বিরুদ্ধে দুদকের মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল

প্রকাশকালঃ ২৮ মে ২০২৩ ০৪:৪৪ অপরাহ্ণ ৮৩ বার পঠিত
তারেক-জোবায়দার বিরুদ্ধে দুদকের মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে সোমবার (২৯ মে) দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৮ মে) দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আদালতে কোনো সাক্ষীকে হাজির করতে পারেননি। পরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান নতুন দিন ধার্য করে আদেশ দেন।


গত বৃহস্পতিবার একই মামলায় ইমরান আলী শিকদার ও সৈয়দ আজাদ ইকবাল নামে দুজন জব্দ তালিকার সাক্ষী হাজির হয়ে সাক্ষ্য দেন। ঢাকার সিনিয়র মহানগর স্পেশাল জজ মো. আছাদুজ্জামান সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন।


অপর আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে জেরা করার সুযোগ না থাকায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৮ মে তারিখ ধার্য করেন আদালত। এ মামলায় এখন পর্যন্ত তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। ২০০৮ সালে দুই জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। তারেকের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।