বিএসএমএমইউতে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন সেন্টার চালু

প্রকাশকালঃ ০২ জানুয়ারি ২০২৪ ০১:৫১ অপরাহ্ণ ১৬৬ বার পঠিত
বিএসএমএমইউতে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন সেন্টার চালু

শারফুদ্দিন আহমেদ বলেন, গত বছর এই দিনে সফল লিভার ট্রান্সপ্লান্ট হয়েছিল। লিভার দাতা ও গ্রহীতা দুজনেই সুস্থ আছেন। বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন সেন্টার থেকে যে রোগীরা সেবা নেবেন তারাও সুস্থ থাকবেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সেন্টার ফর ব্লাড, বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড স্টেম সেল থেরাপির উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকের দ্বিতীয় তলায় বোনম্যারো ট্যান্সপ্লান্টেশন সেন্টারটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে শারফুদ্দিন আহমেদ বলেন, গত বছর এই দিনে সফল লিভার ট্রান্সপ্লান্ট হয়েছিল। লিভার দাতা ও গ্রহীতা দুজনেই সুস্থ আছেন। বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন সেন্টার থেকে যে রোগীরা সেবা নেবেন তারাও সুস্থ থাকবেন।

তিনি বলেন, বিদেশে যেখানে বোনম্যারো ট্রান্সপ্লান্ট করতে ২০ লাখ টাকা খরচ হয়, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৩ থেকে ৫ লাখ টাকার মধ্যে এই সেবা দেয়া সম্ভব হবে।

উপাচার্য বলেন, কোটি টাকার লিভার ট্রান্সপ্লান্ট ২০ লাখ টাকার মধ্যে, ৪০ লাখ টাকার কিডনি ট্রান্সপ্লান্ট ৩ লাখ টাকায় এই ট্রান্সপ্লান্ট সেবা এখানে দেয়া হচ্ছে। গত চারমাসে স্বল্প ব্যয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালে সফলভাবে ১৭টি কিডনি ট্রান্সপ্লান্ট সম্পন্ন হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে সফলভাবে প্রথমবারের মত ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট করা হয়েছে, জোড়া শিশু আলাদা করা হয়েছে। এ বছরের মধ্যে রোবটিক সার্জারি, হেয়ার ইমপ্লান্ট চালু করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেমাটোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহউদ্দীন শাহ। অনুষ্ঠান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হল প্রোভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, হেমাটোলোজি বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, অধ্যাপক ডা. মো. রফিকুজ্জামান খান, পরিচালক (হাসপাতাল) বি.জে. ডা. রেজাউর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।