বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ অক্টোবর ২০২৫ ০৬:১৮ অপরাহ্ণ   |   ১৭ বার পঠিত
বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। এ উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
 

র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. উমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন।
 

এসময় আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ডালিম কাজী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমজাদ হোসেন, উপজেলা পাট কর্মকর্তা মো. মমিনুর রহমান ও উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. সৈকত হোসেন।
 

আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে শিক্ষকদের মধ্যে হাত ধোয়ার সামগ্রী বিতরণ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।