কুমিল্লায় বাসচাপায় রোকেয়ার মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:৪৯ অপরাহ্ণ   |   ৮৫ বার পঠিত
কুমিল্লায় বাসচাপায় রোকেয়ার মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি:-

 

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বাসচাপায় রোকেয়া আক্তার (২৭) নামের এক নারী প্রাণ হারিয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 

নিহত রোকেয়া সদর উপজেলার ডুমুরিয়া চানপুর এলাকার হানিফ মিয়ার স্ত্রী।
 

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রোকেয়া আক্তার হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী তিশা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। শনিবার দুপুরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।