কুড়িগ্রামে বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৪ ০২:১৩ অপরাহ্ণ ০ বার পঠিত
কুড়িগ্রামে বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রাম সদর কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে। ১৬ ডিসেম্বর ( সোমবার)  দুপুর ২ টায়  কাঁঠালবাড়ি  ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে বিজয় দিবস উপলক্ষে  আলোচনা সভার ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।
 


এ সময় কাঁঠালবাড়ি ইউনিয়ন সহ জেলার বিভিন্ন অঞ্চল থেকে নেতা কর্মী গণ্য মান্য  ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন ।  এতে  মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও জুলাই- আগস্ট এর  স্বাধীনতা অর্জনকে সমন্বিত রাখার জন্য সবাইকে উদাত্ত  আহ্বান করেন।  “স্বাধীনতার ৫৩ বছরে এ জাতি সামাজিক ন্যায়বিচারের কোনো দৃশ্য এখন পর্যন্ত দেখেনি। সামাজিক অধিকার, মানবিক অধিকার, সাম্য ন্যায় এবং ইনসাফ থেকে এ জাতি বঞ্চিত ছিল। এখনো বঞ্চিত রয়েছে, যা আমরা দেখতে দেখতে স্বাধীনতার ৫৪ বছরের পদার্পণ করেছি।” এখন নতুন সূর্য উদয় হয়েছে এই আলোয় সবাইকে আলোকিত হতে হবে। তাই সকলকে বাংলাদেশ জামায়েতে ইসলামের হাত শক্তিশালী করার আহ্বান জানান।
 

 

এতে প্রধান অতিথি সকল শহীদদের প্রতি  শ্রদ্ধা নিবেদন করেন।  তিনি বলেন, “স্বাধীনতার মূল কথা ছিল ঐক্যবদ্ধভাবে দেশকে পরিচালনা করা। কিন্তু সেই ঐক্য বিনষ্টে আওয়ামী দুঃশাসন বাকশাল স্বৈরশাসক এদেশের মানুষের মধ্যে এক বিভেদের দেয়াল চাপিয়ে দিয়ে এই জাতিকে খণ্ড বিখণ্ড করে দেয়া হয়েছে।”  দেশের ইতিহাসকে বিকৃত করেছেন এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন।  আসুন দেশ ও জাতি রক্ষা করতে  হলে জামায়েতে ইসলামী বাংলাদেশ একটি অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। ইনশাআল্লাহ। 
 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ শামসুল হুদা মিঠু  আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম, মোঃ আব্দুল হাই সেক্রেটারি বাংলাদেশ জামাতী ইসলামী কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম, ইঞ্জিনিয়ার  এ. কে এস.  কাজল মজলিস শুরা ও কর্ম পরিষদ সদস্য যুবও ছাত্র মানব সম্পদ এবং আইটি বিভাগীয় সম্পাদক কুড়িগ্রাম শহর শাখা।  
 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহজালাল সবুজ  সেক্রেটারি জামাতে ইসলামী  কুড়িগ্রাম জেলা শাখা ।  অনুষ্ঠানের সভাপতি তো করেন মোঃ  আব্দুল  মজিদ চৌধুরী  সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঁঠাল বাড়ী ইউনিয়ন  শাখা। অনুষ্ঠান শেষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা  জানিয়ে দোয়া অনুষ্ঠিত হয়।