ঢাকা প্রেস
হাফিজুর রহমান,রাজারহাট উপজেলা (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদে মঙ্গলবার রাজারহাটে বিক্ষোভ মিছিল করেছে রাজারহাটের সর্বস্তরের জনগণ। গত সোমাবার ত্রিপুরার আগরতলায় হিন্দু সংঘর্ষ সমিতি নামক একটি সংগঠন কর্তৃক বাংলাদেশী উপ হাইকমিশনে হামলার খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। এরই ধারাবাহিকতায় রাজারহাটেও কর্মসূচির ডাক দেয়া হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন খন্দকার আরিফ, একেএম মোস্তফা জামান লেলিন, জিয়াউল হক, আব্দুল্লাহ আল মামুন,পরেশ চন্দ্র রায় সহ অনেকেই ।