মাধবপুরে পাবলিক পরীক্ষায় নকলের তদন্তে ৭ সাংবাদিককে পিবিআইয়ের তলব!

প্রকাশকালঃ ০২ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৫ পূর্বাহ্ণ ৬১২ বার পঠিত
মাধবপুরে পাবলিক পরীক্ষায় নকলের তদন্তে ৭ সাংবাদিককে পিবিআইয়ের তলব!

ঢাকা প্রেস
মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি:


হবিগঞ্জের মাধবপুরে দাখিল পরীক্ষাকেন্দ্রের নকলের মহাৎসবের বিরুদ্ধে দায়ের করা একটি চাঞ্চল্যকর মামলার তদন্ত করতে ৭ জন সাংবাদিককে তলব করছে হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন(পিবিআই)।


 



পিবিআইয়ের তদন্তে সহযোগিতা করতে নোটিশপ্রাপ্ত ৭ সাংবাদিকরা হলেন- (১) মহিউদ্দিন আহমেদ,প্রতিনিধি,প্রতিদিনের বাংলাদেশ ও সভাপতি,মাধবপুর প্রেসক্লাব,(২) তোফাজ্জল আহমেদ বাবু,প্রতিনিধি,ভোরের ডাক,ভারপ্রাপ্ত সভাপতি,মাধবপুর উপজেলা প্রেসক্লাব,(৩) মাসুদ লস্কর,প্রতিনিধি, সংবাদ এক্সপ্রেস ও ই-প্রেসক্লাবের সিলেট প্রধান।(৪)রাজিব দেব রাজু,প্রতিনিধি,মাইটিভি,(৫) শেখ শাহিন উদ্দিন শাহিন,প্রতিনিধি নন্দিত টিভি,(৬) বিশ্বজিৎ পাল,প্রতিনিধি আমাদের মাতৃভূমি ও (৭) মুজাহিদ মসি,প্রতিনিধি,কালবেলা পত্রিকা।

নোটিশে আগামী মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) মাধবপুর থানায় দুপুর ১২ টায় উপস্থিত হয়ে ওই সাংবাদিকদের কাছে থাকা নকল সংক্রান্ত সকল তথ্য ও উপাত্ত দেয়ার জন্যে মামলার হবিগঞ্জ পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আব্দুল মালিক পিপিএম আহবান জানিয়েছে।

প্রসঙ্গত,মাধবপুরের সৈয়দ উদ্দিন ডিগ্রী কলেজের দাখিল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের উত্তরপত্র জালিয়াতি,নকলের সহযোগিতা,ঘুষ বাণিজ্যের অভিযোগে পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও মাধবপুর দরগাবাড়ি পৌর দাখিল মাদ্রাসার সুপার সিদ্দিকুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন কমলপুর হযরত শাহজালাল আলিম অধ্যক্ষ আনিসুর রহমান আদিল।সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী ২ মাসের ভিতরে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য হবিগঞ্জ পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টটিশনে(পিবিআই) পুলিশ সুপারকে আদেশ দেন।