কুড়িগ্রামে নদ-নদীতে পানি বাড়লেও বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩১ আগu ২০২৫ ০৪:২৭ অপরাহ্ণ   |   ২৮ বার পঠিত
কুড়িগ্রামে নদ-নদীতে পানি বাড়লেও বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

উজানের ঢল ও কয়েক দিনের বৃষ্টিতে কুড়িগ্রামের তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ সবকটি নদ-নদীর পানি আবারো বাড়তে শুরু করেছে। বিশেষ করে তিস্তা নদীর পানি অনেকটা বেড়ে এখন বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। যেকোনো মুহূর্তে বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

 


 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি ৩৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি আরো বাড়বে বলে জানানো হয়েছে। এদিকে, নতুন করে নদ-নদীর পানি বাড়ায় আবারো বন্যার আশঙ্কা করছেন নদীপাড়ের মানুষেরা।

 


 

রাজারহাট উপজেলার বুড়িরহাট তিস্তা নদীপাড়ের মানুষ খবির মাহমুদ বলেন, ‘নদীর পানি বাড়ছে আর কমছে। ক’দিন আগেও তিস্তার পানি বেড়ে আমন বীজতলা তলিয়ে যায়। তারপর পানি নেমে গেলে বীজতলা কিছুটা নষ্ট হয়ে যায়। আবার পানি বাড়ছে। এবার যে কী হয়।’

 


 

এদিকে বিগত এক সপ্তাহ আগেও সব নদীর পানি বেড়ে চর ও দ্বীপচরাঞ্চলের মানুষের কৃষির আবাদি জমির ফসল পানিতে তলিয়ে থাকায় বেশ কিছু ফসল নষ্ট হয়ে যায়। সে সময় জলমগ্ন থাকে পাটখেত, শাকসবজি, পটোল, শসা ও ঢেঁড়শসহ বিভিন্ন ফসল। এ অবস্থায় ফের নতুন করে বন্যায় পতিত হলে সদ্য রোপণকৃত আমন আবাদসহ মারাত্মকভাবে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, আবারো নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা নেই। দুই-একদিন পরে পানি সমতলে দ্রুতই হ্রাস পাবে বলেও জানান তিনি।