আমার অনুরাগে আছো মিশে কি করে হারাই তোমায়?

প্রকাশকালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৬ অপরাহ্ণ ৪৫২ বার পঠিত
আমার অনুরাগে আছো মিশে কি করে হারাই তোমায়?

ঢাকা প্রেস
লেখা: শাহনাজ প্রধান


প্রথম চরণ:

ধানসিঁড়ির বালিতে কাটে সারা বেলা,
তুমি তুমি করে আমার যায় যে বেলা।
নোঙ্গর ফেলার সময় হয়ে গেলো সারা,
তোমাকে ভেবে ভেবে যায় যে সারা বেলা।

 

দ্বিতীয় চরণ:

আমার সকল সত্ত্বা দিয়ে তোমাকে চাই,
কোনো অনুযোগই ফিরাতে পারবে না আমায়।
আমার সকল বেলাতে তোমাকে চাই,
তুমি তুমি করে আমি পাগল প্রায়।
আবেগের কোন অধ্যায় রাখি তোমায়?
সকল অধ্যায় বিরাজমান রাখি তোমায়।

 

তৃতীয় চরণ:

আমার অনুরাগে আছো মিশে কি করে হারাই তোমায়?
আবেগের সকল কোঠায় তোমার পূর্ণতা পায়।
ভালোলাগা বলতে পারবো না জানি কখনো তোমায়?
সত্ত্বার সাথে মিশে হয়েছো একাকার।
তুমি বিনে আমি যে বড়ই অসহায়!
যাবো না তো তোমায় ছেড়ে কোনো প্রতিকূলতায়!