ভারতীয় গণমাধ্যমগুলো অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (১ ডিসেম্বর) রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, "ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের গণঅভ্যুত্থান নিয়ে সন্তুষ্ট নয়। তারা প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে এবং বিশ্বে বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র হিসেবে দেখানোর অপচেষ্টা চালাচ্ছে। এটি অত্যন্ত অন্যায়। এমন কর্মকাণ্ড দুই দেশের কারোর জন্যই মঙ্গলজনক হবে না।"
সাউথ এশিয়ার দেশগুলোর সম্পর্ক নিয়ে তিনি আরও বলেন, "গত ১৫ বছরে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে কার্যকর সংযোগ স্থাপন হয়নি। এখন সময় এসেছে সেই সংযোগ তৈরি করার। সিপিডি দেশের প্রকৃত চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারে।"
মো. তৌহিদ হোসেন আরও উল্লেখ করেন, "গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আমাদের অল্প সময়ের মধ্যে দায়িত্ব গ্রহণ করতে হয়েছিল। সেই সময় পুলিশের কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল, এবং ছাত্ররাই তখন ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিল। তবে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।"