ব্রাহ্মণপাড়ায় এতিমখানা ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৬ ০৭:৫২ অপরাহ্ণ   |   ৬০ বার পঠিত
ব্রাহ্মণপাড়ায় এতিমখানা ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

কুমিল্লা জেলা প্রতিনিধি:

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন এতিমখানা ও অসহায়-হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সামাজিক উদ্যোগ ‘প্রিয় কুমিল্লা’-এর আয়োজনে বুধবার (৭ জানুয়ারি) আসাদনগর কারকন হাজীবাড়ি ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
 

এদিন সত্তরোর্ধ্ব কয়েকজন নারীসহ দুই শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি ‘প্রিয় কুমিল্লা’-এর প্রকাশক সাইফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং মো. মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সুজন—সুশাসনের জন্য নাগরিক’ মুরাদনগর উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক আবুল কালাম আজাদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয় কুমিল্লার প্রধান উপদেষ্টা আলহাজ জসিম উদ্দিন দেওয়ান, কংশনগরের সমাজসেবক মো. আমির খান, আসাদনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য মো. খোরশেদ আলম এবং জিরুইন গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. নুরুল ইসলাম ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। আসাদনগর গ্রামের মো. আব্দুল আলিম, মো. কুদ্দুস মিয়া, মো. লতিফ ও সাব্বির আহমেদ বলেন, চলতি শীতে বাইরে বের হওয়াই কষ্টকর হয়ে পড়েছে। এই কম্বল তাদের শীত নিবারণে অনেকটা স্বস্তি দেবে।
 

এ সময় হুইলচেয়ারে করে কম্বল নিতে আসেন চন্ডীপুর গ্রামের মো. সাম মিয়া (৬৫), উত্তর শ্যামপুর গ্রামের মো. নায়েব আলী, চাঁদপাড়া গ্রামের জুলেখা আক্তার, জগতপুরের মুমিন মিয়া ও কারকন হাজীবাড়ির জুলু আক্তারসহ আরও অনেকে।