হিলি বন্দর আবারও সচল: আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ অক্টোবর ২০২৪ ০২:২১ অপরাহ্ণ   |   ৫৯৬ বার পঠিত
হিলি বন্দর আবারও সচল: আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

ঢাকা প্রেস
হিলি প্রতিনিধি:-



 

দীর্ঘ ছয় দিনের বন্ধের পর আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ৯ অক্টোবর থেকে এই বন্দরটি বন্ধ ছিল।
 

দুপুর সাড়ে ১২টার দিকে ভারত থেকে একটি কাঁচামরিচ বোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি কার্যক্রমের পুনঃশুরু হয়। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন জানিয়েছেন, কাঁচামরিচের পাশাপাশি পেঁয়াজসহ বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে এই বন্দর দিয়ে।
 

অন্যদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানিয়েছেন, দুর্গাপূজার সময় বন্দর বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট স্বাভাবিকভাবে চালু ছিল। বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করতে পেরেছেন।

এই পুনঃশুরুর মধ্য দিয়ে হিলি স্থলবন্দরের ব্যস্ততা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।