হোসেন বাবলা (চট্টগ্রাম):-
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা ১০ মার্চ, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বেক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ আল আমিন হোসেন, সহকারী কমিশনার মোঃ ইসরাফিল জাহান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ ছাইফুল্লাহ মজুমদার ।
এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভা শেষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম।