মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন প্রধান উপদেষ্টা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ মার্চ ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ   |   ১০৮ বার পঠিত
মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন প্রধান উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার-২০২৫ প্রদান করবেন। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০:৩০টায় আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে। তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর সাতজন বিশিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা—স্বাধীনতা পুরস্কার প্রদান করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ গত ১১ মার্চ মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করে।
 

স্বাধীনতা পুরস্কার-২০২৫ প্রাপ্তরা:

  • বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)
  • সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)
  • সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর)
  • সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)
  • মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)
  • শিক্ষা ও গবেষণা: বদরুদ্দীন মোহাম্মদ উমর
  • প্রতিবাদী তারুণ্য: আবরার ফাহাদ (মরণোত্তর)
     

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, যা জাতীয় উন্নয়ন, গবেষণা, সংস্কৃতি, সমাজসেবা এবং মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।