মোবাইলে কথা বলতে গিয়ে ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ মার্চ ২০২৫ ০২:০৪ অপরাহ্ণ   |   ৮৭ বার পঠিত
মোবাইলে কথা বলতে গিয়ে ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া ব্যুরো:-

 

বগুড়ায় ছাদ থেকে পড়ে এক নার্সিং কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 

নিহত শিক্ষার্থীর নাম অপর্ণা চক্রবর্তী। তিনি বগুড়ার জহুরুল নগর হাফিজার মোড় এস ইউ ঠাকুরবাড়ি এলাকার হিমাংশু চক্রবর্তীর মেয়ে এবং একটি নার্সিং কলেজের ছাত্রী।
 

বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অপর্ণা মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
 

বগুড়া সদর থানার ওসি জানান, অপর্ণার পায়ে সমস্যা ছিল, যা হয়তো ভারসাম্য হারানোর কারণ হতে পারে। অসাবধানতাবশত তিনি পড়ে যান এবং এতে তার মৃত্যু হয়।