সিইসির ভাষণ সম্প্রচারে প্রস্তুত বিটিভি-বেতার: ইসির চিঠি পাঠানো

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ ডিসেম্বর ২০২৫ ০৫:৩২ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
সিইসির ভাষণ সম্প্রচারে প্রস্তুত বিটিভি-বেতার: ইসির চিঠি পাঠানো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হতে পারে। এ উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে ভাষণ ধারণ ও সম্প্রচারের জন্য দুটি রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
 

সোমবার এ তথ্য নিশ্চিত করে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “সিইসির ভাষণ রেকর্ড করার জন্য বিটিভি ও বেতারকে চিঠি দেওয়া হয়েছে। রেকর্ডিংয়ের জন্য ১০ ডিসেম্বর তারিখ ঠিক করা হয়েছে। তবে কোন সময়ে রেকর্ড হবে, তা কমিশন পরে জানিয়ে দেবে।”
 

ইসি সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে পারে। তবে ৮ বা ১০ ফেব্রুয়ারি ভোটগ্রহণের বিষয়টিও বিবেচনায় আছে।
 

ইসি ইতোমধ্যে তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে নির্বাচন কমিশন তাদের প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেছে। সরকারি প্রধান নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং একটি সুষ্ঠু, সুন্দর ও ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।