কুড়িগ্রামে ৩৬৮ বোতল ফেনসিডিসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৪ ১০:২২ অপরাহ্ণ ৪১০ বার পঠিত
কুড়িগ্রামে ৩৬৮ বোতল ফেনসিডিসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের উলিপুরে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 
 

 

গ্রেফতারকৃতরা হলেন, ধামশ্রেণী ইউনিয়নের বড়াইবাড়ি খাওনার দরগা এলাকার সুমন রহমান ওরফে আতাউর রহমান আতা (৪২), তার স্ত্রী ময়না বেগম(৩০) ও ছোট ভাই মেহেদি হাসান বাবু(৩২)।

 

পুলিশ জানায়, রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল ইসলামের নেতৃত্বে খাওনার দরগা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মাদক কারবারি সুমন রহমান ওরফে আতাউর রহমান আতার নিজ বসতবাড়ি থেকে ৩৬৮ বোতল ফেন্সিডিলসহ ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

 

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, আটক তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।