মানিকগঞ্জ সদর উপজেলার ঘোষের বাজার এলাকায় চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ছাত্রলীগসহ স্থানীয় আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ধৃতদের কাছ থেকে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে।
আটককৃতরা হলেন:
আল আমিন তমাল (২২) – ছাত্রলীগের সদর উপজেলা শাখার অর্থ সম্পাদক
মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২) – উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক
বাবুল হোসেন (৫৪) – স্থানীয় আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক
মীর মারুফ (২১)
আমিনুর রহমান (২৪) – ছাত্রলীগ নেতা
খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮)
ঘটনার পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে, কারণ আটককৃতদের মধ্যে ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি ওরফে সিজন নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, ‘মিশন কমপ্লিট’—যা আগুন দেওয়ার ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার ইঙ্গিত দেয়।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৩টার দিকে মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়ির একটি ঘরে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, ভাস্কর্য এবং একটি মোটরসাইকেল সম্পূর্ণভাবে পুড়ে যায়।
এ ঘটনায় জেলা প্রশাসন ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে, যারা তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে মামলাটি রুজু করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ওসি আরও জানান, “অগ্নিকাণ্ডের পর খান মোহাম্মদ রাফি ফেসবুকে 'মিশন কমপ্লিট' লিখে যে স্ট্যাটাস দিয়েছিল, তা তদন্তের গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে।”