আগ্রাবাদ কর্মাস কলেজ রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন কে আটক করেছে পুলিশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ মার্চ ২০২৫ ১২:১২ অপরাহ্ণ   |   ৯২ বার পঠিত
আগ্রাবাদ কর্মাস কলেজ রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন কে আটক করেছে পুলিশ

ডেস্ক নিউজ ( চট্টগ্রাম):-

 

নগরীর আগ্রাবাদ কর্মাস কলেজ রোডস্থ যুগীঁ চাঁদ মসজিদ লেইন আর.আর কার্গো নামীয় দোকানের সামনে  থেকে ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ‌ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন কে আটক করে।



এসআই-নজরুল ইসলাম, সঙ্গীয় অফিসার এসআই- ইলিয়াছ মাদবর এবং মোবাইল-৪১ পুলিশ টিমের নেতৃত্বে গতকাল রাতে সাড়ে ১২টায়  সময় ডাকাতি প্রস্তুতি কালে আসামী ১। মোঃ আশিকুর রহমান (২৫), ২। মোঃ বাবু (২৪), ৩। মোঃ সালাম (২০), ৪। সাজ্জাদ হোসেন রায়হান (২০) দের গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হতে ০২টি ফোল্ডিং টিপ ছোরা উদ্ধার করেছে পুলিশ।


 

 এরই প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামী সহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসামীদের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানার মামলা নং-০৩, তারিখ- ০২/০৩/২০২৫ ইং, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড দায়ের করা হয়। 


উল্লেখ্য যে, উক্ত আসামীরা পলাতক ও অজ্ঞাতনামা সহযোগী আসামীসহ ডবলমুরিং মডেল থানা এলাকায় বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয়ভীতি দেখিয়ে মূলবান জিনিসপত্র টাকা পয়সা লুট করে আসছিল। ধৃত আসামীরা পেশাদার ছিনতাইকারী ও ডাকাত এবং ছিনতাইকারী ও ডাকাতদলের সক্রিয় সদস্য। 


অন্যদিকে  ডবলমুরিং মডেল থানাধীন সুপারিওয়ালা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মো: শরীফ (২৪)কে আটক করেছে।


তার বিরুদ্ধে গতকাল  ০২/০৩/২০২৫ তারিখ অনুমান ০৩:৩০ টার সময় ডবলমুরিং মডেল থানার মামলা নং-০২, তারিখ-০৮/১২/২০২৪ ইং ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড মূলে গ্রেফতার করেন। 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শরীফ  পোর্টল্যান্ড সাত্তার টাওয়ারের ৭ম তলায় অবস্থিত মেরিন ইলেক্ট্রনিক্স সার্ভিস এর অফিসের গ্রিল কেটে চুরি করার কথা স্বীকার করে। 


ধৃত আসামীদেরকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে হাজির করে চোরী ও ডাকাতির মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র জানিয়েছেন।