ত্বকের যত্নে নারকেল তেল

প্রকাশকালঃ ০৩ এপ্রিল ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ ৬৯৪ বার পঠিত
ত্বকের যত্নে নারকেল তেল

চুলের জন্য নারকেল তেল তেলের জুড়ি নেই তা তো আমরা সবাই জানি। কিন্তু ত্বকের যত্নেও নারকেল তেলের রয়েছে উপকারি গুণ। তবে ঠিক কোন পদ্ধতিতে নারকেল তেল ব্যবহার ত্বকে ব্যবহার  করলে উপকার পাওয়া যাবে সে সম্পর্কে সহজ কিছু পদ্ধতি জানিয়েছেন বিউটি কনসালটেন্ট রুমি আক্তার। চলুন জেনে নেইঃ 

নারকেল তেলের সঙ্গে সামান্য শিয়া বাটার ও একটু মধু মিশিয়ে মুখে লাগিয়ে রেখে দিন। ৩০-৪৫ মিনিট পরে ধুয়ে ফেলুন।  ত্বক কোমল ও মসৃণ এর ক্ষেত্রে এই মিশ্রনটি খুবই উপকারি।
১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে একটু পাকা অ্যাভোক্যাডো পেস্ট করে মুখে প্যাকের মতো লাগিয়ে ২০ মিনিট রেখে তার পরে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন।


নারকেল তেলের সঙ্গে দারচিনির গুঁডো মিশিয়ে ব্রণে লাগিয়ে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। তবে দারচিনিতে ত্বকে জ্বলুনি হলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন।
নারকেল তেলের সঙ্গে ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে  মুখে ৫-১০ মিনিট মাসাজ করুন। তার পরে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহার করলেই ব্ল্যাকহেডস থেকে রেহাই পেতে এই প্যাকটি দারুন কাজে দেয়।