পাঁচবিবি সীমান্তে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৪ ০৫:০৪ অপরাহ্ণ ০ বার পঠিত
পাঁচবিবি সীমান্তে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস,জয়পুরহাট প্রতিনিধি:-

 

জয়পুরহাটের পাঁচবিবির তাজপুর সীমান্ত এলাকা থেকে শ্যামাচরণ সিং (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে, ভারতীয় সীমান্তের কাঁটাতারের প্রায় ২০০ গজ পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে মরদেহটি পাওয়া যায়।
 

১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধীন কড়িয়া বিওপির ক্যাম্প কমান্ডার শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, স্থানীয় লোকজন শ্যামাচরণের মরদেহটি সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখেন। শ্যামাচরণ দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন, এজন্য পরিবার তার পায়ে শেকল লাগিয়ে রাখত। ধারণা করা হচ্ছে, তিনি রাতে বাড়ি থেকে খালি গায়ে বেরিয়ে সীমান্তের ফাঁকা মাঠে চলে যান এবং ঠান্ডায় তার মৃত্যু হতে পারে। হত্যার কোনো আলামত পাওয়া যায়নি।
 

পাঁচবিবি থানার ওসি কাওসার আলী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটেনি। বৃদ্ধটি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং হয়তো ঠান্ডা ও বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।’