রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ১৭০টি চোরাই মোবাইল ও ট্যাবসহ চোরাকারবারি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (৬ জুলাই) বিকেলে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল এ তথ্য জানিয়েছেন।
র্যাবের এই কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল শুক্রবার (৫ জুলাই) রাতে রাজধানীর ওসমানী উদ্যান এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে চোরাইকৃত ১৬৩টি মোবাইল ফোন ও ৭টি ট্যাবসহ ১৭০টি বিভিন্ন ব্যান্ডের পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন ও ট্যাব উদ্ধার করা হয়। এসময় পাঁচ চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, মো. খোকন (৪৫), মো. হারুন (৪০), আব্দুর রহমান (২২), নেহাল রহমান সবুজ (৩০) ও কামাল হোসের (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ চোর ও ছিনতাইকারীদের কাছ থেকে চোরাই মোবাইল ও ট্যাব কিনে রাজধানীর গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।