শক্তিশালী ভূমিকম্প অনুভূত ক্যালিফোর্নিয়া উপসাগরে

প্রকাশকালঃ ১৯ জুন ২০২৩ ১২:৫৩ অপরাহ্ণ ১৬০ বার পঠিত
শক্তিশালী ভূমিকম্প অনুভূত ক্যালিফোর্নিয়া উপসাগরে

ক্যালিফোর্নিয়া উপসাগরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৪ মাত্রা। রোববার (১৮ জুন) আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সোমবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

এতে বলা হয়, রোববার ক্যালিফোর্নিয়া উপসাগরে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।


ইএমএসসি জানায়, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ দশমিক ২১ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ক্যালিফোর্নিয়া উপসাগরে আঘাত হানা এই ভূমিম্পের মাত্রা ৬ দশমিক ৪ ছিল।