বঙ্গবাজার পাইকারি নগর বিপণিবিতান: প্রধানমন্ত্রী ২৫ মে উদ্বোধন করবেন

প্রকাশকালঃ ১৯ মে ২০২৪ ০৭:১৫ অপরাহ্ণ ৮২০ বার পঠিত
বঙ্গবাজার পাইকারি নগর বিপণিবিতান: প্রধানমন্ত্রী ২৫ মে উদ্বোধন করবেন

ঢাকা প্রেসঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মে সকাল ১১টায় বঙ্গবাজার কমপ্লেক্সের জায়গায় নির্মিত ১০ তলা ভবন ‘বঙ্গবাজার পাইকারি নগর বিপণিবিতান’-এর নির্মাণ কাজের উদ্বোধন করবেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের ঢাকা প্রেসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

৩৮৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটি ২০২৮ সালে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ২০২৩ সালের ৪ এপ্রিল ভোরে ঐতিহাসিক বঙ্গবাজার কমপ্লেক্সের চারটি মার্কেটে আগুন লেগে পুড়ে যায়।

ডিএসসিসি সূত্রে জানা গেছে:

  • পুড়ে যাওয়া ১০৬.২৮ কাঠা জমির উপর এই ১০ তলা ভবনটি নির্মিত হবে।
  • ভবনটিতে বেজমেন্টসহ মোট ১০টি তলা থাকবে।
  • গ্রাউন্ড ফ্লোর থেকে নবম তলা পর্যন্ত থাকবে মোট ৩,২১৩ টি দোকান।
  • বঙ্গবাজার হকার্স মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, মহানগর হকার্স মার্কেট এবং আদর্শ হকার্স মার্কেট নামে চারটি ব্লক থাকবে।
  • ভবনে পাঁচটি সাধারণ সিঁড়ি, ছয়টি অগ্নিপ্রস্থান সিঁড়ি এবং আটটি লিফট থাকবে।
  • প্রথম তলায় প্রতিটি ব্লকের জন্য আলাদা আলাদা প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা থাকবে।
  • বেজমেন্টে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
  • রিজার্ভ জলের জন্য থাকবে বেশ কিছু ট্যাঙ্ক।

এই আধুনিক বিপণিবিতান নির্মাণের ফলে:

  • বিক্রেতারা এবং ক্রেতারা আরও উন্নত পরিবেশে লেনদেন করতে পারবেন।
  • বাজারে যানজট কমবে।
  • আগুন ঝুঁকি অনেকাংশে কমে যাবে।
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয় বৃদ্ধি পাবে।

এই বিপণিবিতানটি ঢাকার ব্যবসায়-বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।