ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-
টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে একসঙ্গে প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। নিহতরা হলেন, স্থানীয় বাসিন্দা নিলু মণ্ডল ও তার স্ত্রী কল্পনা রানী মণ্ডল।
শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন মাস্টার শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, সকালে রৌহা গ্রাম থেকে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে রেললাইন পার হচ্ছিলেন নিলু মণ্ডল ও তার স্ত্রী কল্পনা রানী মণ্ডল। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী একটি ট্রেন তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা নিহতদের মরদেহ তাদের বাড়িতে নিয়ে যান। তবে, দুর্ঘটনায় কোন ট্রেনের সাথে তারা কাটা পড়েছেন তা জানা যায়নি।