ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-
টাঙ্গাইলে দুই পৃথক ঘটনায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ এবং বাস চাপায় বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মধুপুর উপজেলার আশ্রা বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা মজিবুর রহমান ও ছেলে জাহিদুর রহমান নিহত হন। তাদের বাড়ি বড় আশ্রা গ্রামে। একই দিনে সকাল বেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় বাস চাপায় সিএনজি চালক সোহরাব হোসেন এবং সিএনজি যাত্রী প্রদীপ পাল নিহত হন। সোহরাবের বাড়ি কালিহাতী উপজেলার পাথালিয়া গ্রামে, আর প্রদীপ পালের বাড়ি সদর উপজেলার করটিয়া এলাকায়।
মধুপুর থানার ওসি এমরানুল কবির জানান, আশ্রা বাজার থেকে বাড়ি ফেরার পথে মজিবুর রহমান ও তার ছেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষে গুরুতর আহত হন। পরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত মজিবুর রহমান মহিষমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক এবং আশ্রা বাজারের কাঠ ব্যবসায়ী ছিলেন।
অন্যদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি অটোরিকশার চালক সোহরাব হোসেন ও যাত্রী প্রদীপ পাল নিহত হন। পুলিশ জানায়, করটিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে যাওয়া পথে সিএনজিটি সড়ক পারাপারের সময় উত্তরবঙ্গগামী একটি দ্রুতগামী বাস চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখানে চালক সোহরাবকে মৃত ঘোষণা করা হয়। উন্নত চিকিৎসার জন্য প্রদীপ পালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে, তিনি ঢাকায় পৌঁছানোর আগেই মারা যান।
এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. সৈকত হোসেন জানান, দুর্ঘটনার পর সিএনজিটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।