গণভোট অধ্যাদেশ–২০২৫ এর খসড়া উপদেষ্টা পরিষদের অনুমোদন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৫ ০১:৩৯ অপরাহ্ণ   |   ৫১ বার পঠিত
গণভোট অধ্যাদেশ–২০২৫ এর খসড়া উপদেষ্টা পরিষদের অনুমোদন

গণভোট অধ্যাদেশ–২০২৫ এর খসড়া নীতিমালা অধ্যাদেশ আকারে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 

এর আগে, গত ২০ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে গণভোট আইন অনুমোদন করা হয়েছিল। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সংস্কার সুপারিশসমূহে জনগণের মতামত জানতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্দেশ্যে গণভোট আয়োজনের জন্য পৃথক আইন প্রণয়ন প্রয়োজন।
 

সে সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, অল্প কয়েক কার্যদিবসের মধ্যেই গণভোট অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।