সীতাকুণ্ডে সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিতকরণে মতবিনিময় সভা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ ডিসেম্বর ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
সীতাকুণ্ডে সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিতকরণে মতবিনিময় সভা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

 

সীতাকুণ্ডে সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করতে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় দি হাঙ্গার প্রজেক্টের পিএফজি কমিটির আয়োজনে পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
 

বীর মুক্তিযোদ্ধা মহরম আলীর সভাপতিত্বে এবং পিএফজির সমন্বয়ক নাসির উদ্দিন অনিকের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড সরকারি গার্লস কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ দিদারুল আলম, নারী নেত্রী মেহেরুন্নেসা নার্গিস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাবেক কাউন্সিলর রফিকুল আলম ও সেলিম উদ্দিন, সাংবাদিক সঞ্জয় চৌধুরী ও নন্দন রায়, সংগঠক তপন চৌধুরী, জাহিদুল আলম বিটু, সুজিত দাস এবং দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মাইনুল ইসলাম।
 

সভায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। দল-মতের ঊর্ধ্বে উঠে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানান তারা। বক্তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে কোনো ধরনের সহিংসতা বা সংঘাত হবে না এবং ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।