ঘটনাগুলোর মধ্যে রয়েছে—একটি ব্যাংক, ১০টি বাস, একটি ট্রেন ও একটি অটোরিকশায় অগ্নিসংযোগ; পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ এবং দুই স্থানে পেট্রোল বোমা হামলা।
রাজধানী ঢাকার অন্তত পাঁচটি স্থান, গাজীপুরের তিনটি এলাকা, আশুলিয়া ও ফেনীর মহিপালে বাসে আগুন দেওয়া হয়েছে। ঢাকার তিন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে ককটেল বিস্ফোরণে আহত হন এক আনসার সদস্য।
এর আগে চারটি বাস ও একটি প্রাইভেটকারে আগুন দিয়ে একজনকে হত্যা করা হয়। তিন দিনে মোট ২০টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংক এবং গাজীপুরের কালীগঞ্জে গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্টে পেট্রোল বোমা হামলা হয়েছে—দুটি প্রতিষ্ঠানই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী ঢাকার সব প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার রাত পর্যন্ত ৮৯ জনকে গ্রেপ্তার এবং ফার্মগেট এলাকা থেকে ঝটিকা মিছিলের সময় সেনাবাহিনী অন্তত ২০ জনকে আটক করেছে।
বুধবার দুপুরে মিরপুর ২ নম্বর থেকে নিউমার্কেটগামী শতাব্দী পরিবহনের একটি বাসে যাত্রীবেশে দুর্বৃত্তরা আগুন দেয়। দোলাইরপাড়, মিরপুর, উত্তরায়ও একই ধরনের অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, অধিকাংশ ঘটনায় তাৎক্ষণিকভাবে আগুন নেভানো সম্ভব হয়েছে।
উত্তরায় যান্ত্রিক ত্রুটিতে একটি মাইক্রোবাসে আগুন লাগে বলে জানায় পুলিশ। একইভাবে কাকরাইল মোড়সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের একটি পিকআপে আগুন ধরে যায়, যা “নিছক দুর্ঘটনা” বলে দাবি করেছে ডিএমপি।
র্যাব–২ মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থান থেকে ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করেছে। ধানমন্ডি ও আগারগাঁও এলাকা থেকেও বিস্ফোরকসদৃশ বস্তু পাওয়া গেছে।
গাজীপুরে পাঁচ ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে আগুন দেওয়া হয়। আশুলিয়ায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। চালক সামান্য আহত হয়েছেন।
জালকুড়িতে যাত্রীবেশে দুই যুবক অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যায়। অল্প সময়েই গাড়িটি পুড়ে যায়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজছে।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ, আড়াইহাজারে ককটেলসহ ৯ জন গ্রেপ্তার, চট্টগ্রামে নওফেলের বাসায় তল্লাশি চালিয়ে সাতজন আটক, সিলেটে ছাত্রলীগের ৯ কর্মী গ্রেপ্তার, এবং নোয়াখালীতে ৪২ জনকে আটক করেছে পুলিশ।
মৌলভীবাজারের কমলগঞ্জে রেললাইনের ওপর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা করা হয়, যা সময়মতো সরিয়ে নেয় রেল কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ একাডেমিক স্থাপনার ফটকে তালা লাগানোর ঘটনায় পাঁচ নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা ফেসবুকে তালা দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
বুধবার বিকেল থেকে সাভারের আমিন বাজারে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রাইভেটকার, মাইক্রোবাস ও দূরপাল্লার বাসগুলো তল্লাশি করা হচ্ছে। সাভার থানার ওসি জুয়েল মিয়া জানান, অভিযানে চারজনকে আটক করা হয়েছে এবং নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে।