এক্স-রে পরীক্ষায় পেট থেকে আট স্বর্ণের বার উদ্ধার, যুবককে গ্রেফতার

প্রকাশকালঃ ১৪ নভেম্বর ২০২৪ ০২:০৩ অপরাহ্ণ ৫০২ বার পঠিত
এক্স-রে পরীক্ষায় পেট থেকে আট স্বর্ণের বার উদ্ধার, যুবককে গ্রেফতার

ঢাকা প্রেস নিউজ
 

খুলনায় এক্স-রে পরীক্ষার মাধ্যমে আব্দুল আওয়াল (৩৬) নামক একজন যুবকের পেট থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) মধ্যরাতে নগরীর সাচিবুনিয়া এলাকা থেকে আব্দুলকে পুলিশ গ্রেফতার করে।
 

আব্দুল আওয়াল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে একটি স্বর্ণের চালান যাবে। এই তথ্যের আলোকে লবণচরাধীন সাচিবুনিয়া মোড় এলাকায় সেফা মেডিকেলের সামনে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।
 

চেকপোস্ট স্থাপনের পর ঢাকা থেকে সাতক্ষীরা যাত্রারত একটি বাসে তল্লাশি চালিয়ে আব্দুলকে আটক করা হয়। প্রথমে থানায় নিয়ে তার দেহের তল্লাশিতে কিছু পাওয়া যায়নি। পরে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে পরীক্ষার মাধ্যমে আব্দুলের পেটে স্বর্ণের বার সনাক্ত হয়। থানায় নেওয়ার পর বিশেষ পদ্ধতিতে আব্দুল ধারাবাহিকভাবে আটটি স্বর্ণের বার তুলে আনেন।
 

পুলিশ এই ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আরও তথ্য জানালে তা শীঘ্রই প্রকাশ করা হবে।