ঢাকা প্রেস নিউজ
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ও তার আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডা. নাজমুল করিম খানের স্বাক্ষরে বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮-এর ৩০ ও ৩১ ধারার ক্ষমতাবলে, ৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দান এবং তার তিন কিলোমিটার এলাকার মধ্যে নিম্নলিখিত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
নিষেধাজ্ঞায় বলা হয়েছে:
নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডা. নাজমুল করিম খান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মেট্রোপলিটন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার রাতে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যা ইজতেমা ময়দান দখল নিয়ে ঘটে। এতে তিনজন নিহত এবং শতাধিক মুসল্লি আহত হন। পরিস্থিতি মোকাবেলায় টঙ্গীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।