ব্যান্ডতারকা শাফিন আহমেদের জানাজা রাজধানীর যে মসজিদে হবে

প্রকাশকালঃ ২৮ জুলাই ২০২৪ ১২:০২ অপরাহ্ণ ৫৪ বার পঠিত
ব্যান্ডতারকা শাফিন আহমেদের জানাজা রাজধানীর যে মসজিদে হবে

ব্যান্ডতারকা শাফিন আহমেদের প্রথম জানাজা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে। আগামী (৩০ জুলাই) মঙ্গলবার দ্বিতীয় জানাজা হবে ঢাকায় গুলশান আজাদ মসজিদে বাদ জোহর। বিষয়টি জানিয়েছে ব্যান্ডদল মাইলস।শুক্রবার বাদ জুমা ভার্জিনিয়ার মেনাসাসে দ্বার আল নূর ইসলামিক কমিউনিটি সেন্টারে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাজারো মানুষ।


জানাজার পর শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান স্থানীয় বাঙালিরা। এ সময় উপস্থিত ছিলেন শাফিন আহমেদের স্ত্রী ডা. রুমানা দৌলা। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে শাফিন আহমেদের পরিবার। জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে শিল্পীর মরদেহ দেশে আনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবার। দ্বিতীয় জানাজার পর শিল্পীকে দাফন করা হবে বনানী কবরস্থানে।


শাফিন আহমেদকে আনতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল বড় ভাই হামিনের। কিন্তু শাফিনের দাফন, কবরস্থানের জায়গা নিশ্চিত করাসহ বেশ কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দেশে থাকতে হয়েছে তাকে।শাফিন আহমেদের ছেলে আজরাফ আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘বাবার প্রথম জানাজা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে। তাকে আনতে মা সেখানে গেছেন। আজই রওনা হওয়ার কথা।’

 

গত (২৫ জুলাই) বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা গেছেন ব্যান্ডতারকা শাফিন আহমেদ। গত ২০ জুলাই তার ভার্জিনিয়ায় একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শো বাতিল করা হয়। হাসপাতালে ভর্তি করার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। পরে আবারও তার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

 

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড মাইলসের বেজ গিটারিস্ট ও ভোকাল শাফিন আহমেদ। দলের বেশির ভাগ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’।শাফিন আহমেদের তিন সন্তান। ছেলে আজরাফ আহমেদ, মেয়ে রানিয়াহ দৌলা আহমেদ ও ছেলে রেহান আহমেদ।