সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান

প্রকাশকালঃ ১১ জুন ২০২৪ ১২:৩০ অপরাহ্ণ ২৭৮ বার পঠিত
সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান

লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান। তিনি ২৩ জুন ২০২৪ সালে এই পদে নিযুক্ত হন।  আগামী ২৩ জুন থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে। বর্তমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন ওয়াকার-উজ-জামান।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ২৩ জুন, ২০২৪ অপরাহ্ন থেকে বিএ-২৯০২ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি, চিফ অফ জেনারেল স্টাফকে (সিজিএস) জেনারেল পদবীতে পদোন্নতি প্রদানপূর্বক উক্ত তারিখ অপরাহ্ন থেকে  ৩ বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ প্রদান করা হয়েছে।’

 

এদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ মঙ্গলবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। 

 

মন্ত্রণালয়ের উপসচিব নাহিদা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৯০২ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি চীফ অফ জেনারেল স্টাফকে (সিজিএস) আগামী ২৩ জুন, ২০২৪ তারিখ অপরাহ্ন থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা-বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে উক্ত তারিখ অপরাহ্ন থেকে ৩ বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’