মুজিবনগর সরকারের সবাই ছিলেন মুক্তিযোদ্ধা — উপদেষ্টা ফারুক ই আজম

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ জুন ২০২৫ ০২:১৭ অপরাহ্ণ   |   ২১০ বার পঠিত
মুজিবনগর সরকারের সবাই ছিলেন মুক্তিযোদ্ধা — উপদেষ্টা ফারুক ই আজম

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, মুজিবনগর সরকারের সদস্যরা প্রত্যেকে মুক্তিযোদ্ধা ছিলেন। তবে সেই সরকারের অধীন কর্মকর্তা ও কর্মচারীরা ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে বিবেচিত হবেন।
 

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
 

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করতে গিয়ে দেখা গেছে, মুজিবনগর সরকারের কিছু কর্মচারী ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। এখন থেকে তারা ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে পরিচিত হবেন।
 

ফারুক ই আজম আরও জানান, সংশ্লিষ্ট অধ্যাদেশে কাউকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়নি—শুধু সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। যিনি যে সুবিধা পেয়ে আসছেন, তা অব্যাহত থাকবে। তবে যাঁরা সরাসরি রণাঙ্গনে অংশ নিয়েছেন, শুধু তাঁরাই ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে গণ্য হবেন। অন্যরা ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে স্বীকৃতি পাবেন।

বিস্তারিত আসছে...