রিয়ালেই থাকছেন আনচেলত্তি

প্রকাশকালঃ ২২ মে ২০২৩ ১১:৪৯ পূর্বাহ্ণ ১১৪ বার পঠিত
রিয়ালেই থাকছেন আনচেলত্তি

কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর তিতের জায়গায় এখনো নতুন কোচ নিয়োগ দেয়নি ব্রাজিল। অনেক দিন ধরেই নেইমারদের সম্ভাব্য কোচ হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তাদের একজন হলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনাল্ডো রডরিগুয়েস মার্চে জানিয়েছিলেন, আনচেলত্তি কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন।

তবে আনচেলত্তি চুক্তির শেষ বছরটা রিয়ালেই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে ৪-০ গোলে রিয়াল বিধ্বস্ত হওয়ার পর আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দেয়। এবারের মৌসুমে চার ম্যাচ হাতে রেখেই বার্সেলোনার লা লিগার শিরোপা নিশ্চিত হয়েছে, যে কারণে লিগ শিরোপাও ধরে রাখা হয়নি রিয়ালের। ব্রাজিলের আগ্রহ সম্পর্কে প্রশ্ন করায় সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, ‘সবাই খুব ভালোভাবেই আমার পরিস্থিতি সম্পর্কে জানে।


২০২৪ সাল পর্যন্ত রিয়ালের সাথে আমার বর্তমান চুক্তির মেয়াদ আছে। আমি এখানেই থাকতে চাই।’

এ ব্যপারে ক্লাব তাকে আশ্বস্ত করেছে কি না- এমন প্রশ্নে আনচেলত্তি ইতিবাচক কথাই বলেছেন। যদিও আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে রিয়াল কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

কোপা ডেল রে ফাইনালে রিয়ালের ২-১ গোলের জয়ের পর এ ব্যাপারে অস্পষ্ট উত্তর দিয়েছিলেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এবারের মৌসুম নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘মৌসুমটা আরো ভালো হতে পারত। তার পরও একেবারে খারাপ কাটেনি। অবশ্যই লা লিগা নিয়ে আমি মোটেই সন্তুষ্ট না। কিন্তু অন্যান্য প্রতিযোগিতায় আমরা লড়াই করেছি।