সিলেট প্রতিনিধি:-
সিলেটের সুরমা গেট এলাকায় একটি প্রেমিক যুগলের পালানোর ঘটনায় ভিডিও ধারণকারীকে জনরোষ থেকে রক্ষা করতে গিয়ে পুলিশও হামলার শিকার হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ দু’জনকে উদ্ধার করার সময় জনতা তাদের গাড়ি ভাঙচুর করে।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলায় শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন, এএসআই আব্দুল খালেকসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া আরও ১০ জন আহত হয়েছেন। মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আহতরা ওসমানী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ৮ জনকে আটক করেছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের কারণে পালিয়ে যাওয়া দুই ছেলে-মেয়েকে শাহপরান গেটে তাদের অভিভাবকরা আটক করেছিলেন। তখন উভয়ের পরিবারের সদস্যরা রাগান্বিত হয়ে তাদের ওপর চড়-থাপ্পড় চালান। ঘটনা ভিডিও ধারণ করেন ফয়সল কাদির নামে এক ব্যক্তি। ভিডিও প্রকাশের পর জনতা প্রতিবাদে তার দোকান ঘেরাও করে। পুলিশ তাদের উদ্ধার করতে গেলে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং জনরোষ থেকে ফয়সল কাদির ও তার ভাইকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতেও হামলা হয়।