পাঁচশতম ম্যাচ স্মরণীয় করলেন সেঞ্চুরি হাঁকিয়ে বিরাট কোহলি

প্রকাশকালঃ ২২ জুলাই ২০২৩ ০১:১৮ অপরাহ্ণ ১৭৯ বার পঠিত
পাঁচশতম ম্যাচ স্মরণীয় করলেন সেঞ্চুরি  হাঁকিয়ে বিরাট কোহলি

তার নামের আগে ‘কিং’ শব্দটি জুড়ে গেছে অনেক আগেই। খারাপ সময় কাটিয়ে বিরাট কোহলি ফিরেছেন রাজার মতোই। ব্যাটে বইছে রানের ফোয়ারা। সর্বশেষ পাঁচ ইনিংসে হাঁকালেন দুটি সেঞ্চুরি।

এর মাঝে আজকেরটা বেশি স্মরণীয়। কারণ পোর্ট অব স্পেনে কোহলি তার পাঁচশতম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন। এই বিশেষ ম্যাচটি স্মরণীয় করে রাখলেন সেঞ্চুরি হাঁকিয়ে। পোর্ট অব স্পেনে ৪ উইকেটে ২৮৮ রান নিয়ে আজ শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত।


কোহলি অপরাজিত ছিলেন ৮৭* রানে। তার সঙ্গী জাদেজা ৩৬* রানে অপরাজিত ছিলেন। দিনের খেলা শুরুর কিছু সময় পরই ১৮০ বলে ১০ বাউন্ডারিতে সেঞ্চুরি তুলে নেন কোহলি। ১১১* ম্যাচের টেস্ট ক্যারিয়ারে কোহলির এটা ২৯তম সেঞ্চুরি। এর পরপর জাদেজাও ১০৫ বলে ফিফটি পূরণ করেন। 

পঞ্চম উইকেটে দুজনের ১৫৯ রানের বিশাল জুটি ভাঙে বিরাট কোহলির রান-আউটে। স্কয়ার লেগ থেকে সরাসরি থ্রোয়ে কোহলিকে থামান আলঝারি জোসেফ। কিং কোহলির ২০৬ বলে ১২১ রানের ইনিংসে ছিল ১১টি চারের মার। জাদেজা আউট হয়েছেন ৬১ রানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩৬৮ রান।