ঢাকা প্রেস নিউজ
সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ‘সাংস্কৃতিক সেল’ গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার (৯ ফেব্রুয়ারি) সংগঠনের অফিশিয়াল ফেসবুক পেজে ২৪ সদস্যবিশিষ্ট এই সেলের স্মারক প্রকাশ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল এ সেলের অনুমোদন প্রদান করেছেন। নতুন এ সেলের সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সালাউদ্দিন জামিল সৌরভ।
সেলের সম্পাদক সালাউদ্দিন জামিল সৌরভ সমকালকে বলেন, "আমরা বিশ্বাস করি, সংস্কৃতি সবসময় অন্যায় এবং বৈষম্যের বিরুদ্ধে কথা বলে। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাংস্কৃতিক সেল গঠন করেছে, যার মাধ্যমে সারা বাংলাদেশে সংস্কৃতিচর্চা ছড়িয়ে দিতে চাই। আমরা বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতির সব শাখা নিয়ে কাজ করতে প্রতিজ্ঞ। আমাদের মূল লক্ষ্য হবে সংস্কৃতির শেকড়ের সব উপাদানকে তুলে ধরা।"
তিনি আরও বলেন, "আমাদের বৈচিত্র্যময় লোক সংস্কৃতি, বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি, নাটক, চলচ্চিত্র, সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, চিত্রশিল্প, আলোকচিত্র শিল্প, মুখাভিনয়, লাঠিখেলা, নৌকাবাইচসহ শিল্পসংস্কৃতির সব শাখার চর্চা, প্রচার এবং প্রসারের মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজব্যবস্থা গঠনে নিরলস কাজ করে যাবো। তরুণদের শক্তিতে এগিয়ে যেতে আমরা দুর্বার গতিতে এগিয়ে যাব।"
সেলের সদস্যদের মধ্যে রয়েছেন: রাদমান হোসেন অনুপ, ঐতিহ্য আনোয়ার ওহী, উচথোয়াই মারমা, মো. সাইফুল্লাহ, শাকিবুল হাসান, মেহেরুন মিম, সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য, ফারহানা ইয়াসমিন, দেশ রহমান সাজিদ, রাঈদ হোসেন, রেজোয়ানা এ্যলমি সামিয়া, জান্নাতুল ফেরদৌস জুসি, তাহমিদ শাহরিয়ার, মারুফ হোসেন প্রান্ত, রিয়াজুর রহমান, আবির মোহাম্মদ মইন উদ্দীন, মো. আবীর হাসান আনন্দ, নুসরাত জাহান ফাতেমা, মো. জাহিদুল ইসলাম, সানাউল্লাহ, মো. মোবাসশিরুজ্জামান, সুমাইয়া বিনতে সাঈদ ও সায়েফ নূর মিতুল।
এটি ছিল সংগঠনটির সর্বশেষ সেল গঠন, এর আগে ২৮ জানুয়ারি ‘কমিউনিটি অ্যাফেয়ার্স সেল’ ও ২৯ জানুয়ারি ‘কৃষি ও পরিবেশবিষয়ক সেল’ অনুমোদন দেওয়া হয়েছিল।