দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার তাণ্ডব চলছে। ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার ও হবিগঞ্জের মতো জেলাগুলো বন্যার কবলে পড়েছে। হাজার হাজার মানুষ এখনো পানিবন্দি। এই দুর্যোগপূর্ণ সময়ে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর সামনে এসেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ আকবর বন্যা পরিস্থিতির প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, "বন্যা অ্যালার্ট। উজানের পানি স্বাগতম, পলি মাটি আমাদের। হাতে হাত রেখে ষড়যন্ত্রের বন্যা মোকাবিলা করব, ইনশাআল্লাহ।"
আসিফের এই আহ্বানে সাড়া দিয়েছেন তার অনুরাগীরা। তারা বিভিন্ন মন্তব্য করে এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। অনেকেই দোয়া করেছেন যাতে এই দুর্যোগ যত দ্রুত সম্ভব শেষ হয়।
এই সময়টিতে সকলকে এক হয়ে কাজ করতে হবে। প্রত্যেকে যার যার জায়গা থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার চেষ্টা করলে এই দুর্যোগ কাটিয়ে উঠতে সহজ হবে।
আসিফ আকবরের মতো জনপ্রিয় ব্যক্তিত্বের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাঁর এই আহ্বান সবার মনে সচেতনতা সৃষ্টি করবে বলে আশা করা যায়।